পুলিশ সদস্যর হাতের কব্জি বিচ্ছিন্নকারী সেই আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়ায় সম্প্রতি পুলিশ সদস্যের কব্জি বিচ্ছিন্নের মর্মান্তিক ঘটনায় মূল আসামি কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় লোহাগাড়ার পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
রাত সাড়ে ১০টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ডেইলি পিপল ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত রবিবার (১৫ মে) লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় এক পুলিশ সদস্যের বাম হাতের কব্জি পর্যন্ত কেটে বিচ্ছিন্ন করে ফেলে সন্ত্রাসীরা। ওই দিন সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালারখীল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামি মৃত আলী হোসেনের ছেলে কবির আহমদকে (৪০) গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমেদের নেতৃত্বে সংঘবদ্ধভাবে পুলিশের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
এ সময় পুলিশ সদস্য মো. জনি খানের (২৮) বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান জানান, ১৫ মে’র হামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হন।