ফরিদপুরের বোয়ালমারীতে আবুল খায়ের মিয়ার শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্টডেস্ক রিপোর্ট
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪১ PM, ২১ ডিসেম্বর ২০২৪

এলাকার গরিব, অসহায় শীতার্তদের প্রতি সাহায্যের হাত বাড়ালেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সিআইপি আবুল খায়ের শাহিন মিয়া। তিনি ব্যক্তিগত তহবিল থেকে শনিবার (২১ ডিসেম্বর) সকালে তিনি বিপুল সংখ্যক দরিদ্র শীতার্তের মাঝে শীতবস্ত্র (উন্নত মানের কম্বল) বিতরণ করেন। তার নিজ ইউনিয়নের ঘোষপুরের খামারপাড়া আজিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন ফরিদপুর- ১ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। স্থানীয় চেয়ারম্যান ইমরান হোসেন নবাবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :