ফরিদপুরে নবাগত পুলিশ সুপার মহোদয়ের যোগদান ও দায়িত্বভার গ্রহণ

ডেস্ক রিপোর্টডেস্ক রিপোর্ট
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫৬ PM, ০৮ সেপ্টেম্বর ২০২৪

অদ্য রবিবার ফরিদপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম মহোদয়। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম মহোদয় নবাগত পুলিশ সুপার মহোদয় কে দায়িত্বভার অর্পণ করেন।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয় বিশেষ কল্যাণ সভায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ লাইন্সে উপস্থিত হলে তাঁকে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল হাউস গার্ড সালামি প্রদান করে। পরক্ষণেই সেখানে তিনি সকলের সাথে করমর্দন করেন।

পরবর্তীতে পুলিশ লাইনস্থ ‘শহীদ ছালাম’ সভাকক্ষে এক বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। এ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার ফরিদপুর মহোদয়। সেখানে তিনি উপস্থিত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি অত্র জেলার আইনশৃঙ্খলা রক্ষার উপর গুরুত্ব আরোপ করে ফরিদপুর জেলার সকল থানা এলাকা নিরাপদ গড়ে তোলার লক্ষ্যে জনবান্ধব ও সেবামূলক বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, নিরাপদ চলাচল অব্যাহত রাখতে, জনগণের নিকট পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তথা জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

বিশেষ কল্যাণ সভার শেষে পুলিশ সুপার মহোদয় বিকাল ০৩.৩০ ঘটিকায় ফরিদপুর জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জদের সাথে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক বিশেষ আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এ সময় তিনি পুলিশের দ্বারা জনগণ যেন কোন প্রকারের হয়রানি শিকার না হয় এ ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করে। তিনি আরও বলেন- ‘অসাধু উপায় অবলম্বনকারী কোন পুলিশ সদস্যকে বিন্দু মাত্র ছাড় প্রদান করা হবে না’। এছাড়াও তিনি আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুর; জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুর; জনাব মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল, ফরিদপুর; জনাব মো: ইমরুল হোসেন, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল অফিসগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :