ফরিদপুরের বোয়ালমারীতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্টডেস্ক রিপোর্ট
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৪৭ PM, ১২ জানুয়ারী ২০২৪

ফরিদপুরের বোয়ালমারীতে পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি বাজারের সর্বানদিয়ায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় একতা বন্ধন সহযোগী সংগঠনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য মো. খায়ের মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৬ নম্বর দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মুসা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল হাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধন সহযোগী সংগঠনের সভাপতি গোপাল দাস এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দাদপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির মীর।

আপনার মতামত লিখুন :