পদোন্নতি পেয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ফরিদপুরের ডিসি

ডেস্ক রিপোর্টডেস্ক রিপোর্ট
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:০৩ PM, ০৩ নভেম্বর ২০২২

পদোন্নতি পাওয়ার পর নিজ কার্যালয়ের সহকর্মী ও সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সদ্য পদোন্নতি পাওয়া ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এবিএম ইফতোখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপ-সচিব থেকে যুগ্ম সচিবে পদোন্নতির ওই তথ্য জানানো হয়।

 

তাঁর পদোন্নতির খবরে জেলার বিভিন্ন সামজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার দিনভর হাস্যোজ্জ্বল কর্মবীর এই সরকারি কর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

 

এ সময় কেউ কেউ তাকে মিষ্টি মুখ করিয়ে তার আগামী কর্মজীবনের আরো সাফল্য কামনা করে দোয়া করেন।

 

এদিন সকাল থেকে অতুল সরকারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ‍মিষ্টিমুখ করান জেলার মুক্তিযোদ্ধারা। এর পর সরকারির বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ফরিদপুর প্রেসক্লাব, রাইফেলস ক্লাব, সাহিত্য উন্নয়ন সংস্থা, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, ক্রীড়া সংস্থাসহ অসংখ্য প্রতিষ্ঠান তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন ।

 

এ সময় অতুল সরকার আগত লোকদের উদ্দেশে বলেন, আপনাদের এই ভালোবাসা আমার জীবনের বড় ঋণী করে ফেলল। আমি চেষ্টা করেছি সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করতে। মানুষের পাশে থেকে তাদের সহায়তা করতে। আজকের এই জেলার মানুষের ভালোবাসা পেয়ে আমি সত্যিকার অর্থে আবেগ আপ্লুত।

 

আমি সবার কাছে মহান সৃষ্টিকর্তার দরবারে আমার ও আমার পরিবারের জন্য দোয়া ও আশির্বাদ চাই। আমি যেন আগামীতে মুক্তিযুদ্ধে আদর্শকে ধারণ করে আমার ওপর অর্পিত সরকারি দায়িত্ব পালন করতে পারি ।

 

প্রসঙ্গত, উপসচিব থেকে পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হওয়া ১৩ জেলা প্রশাসক (ডিসি) ও ৪৭ অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) স্বপদে বহাল থাকবেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আপনার মতামত লিখুন :