সত্য ও গঠনমূলক সংবাদ চান ফরিদপুরের পুলিশ সুপার
গণমাধ্যমের কাছে যে কোনো যৌক্তিক সমালোচনা প্রত্যাশা করে ফরিদপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, সত্য ও গঠনমূলক সংবাদ চাই, যেখানে থাকবে প্রান্তিক মানুষের সমস্যা বা আইনি সহায়তার না পাওয়ার কথা। যা জেনে পুলিশ সমস্যাগ্রস্ত মানুষদের কাছে গিয়ে আইনি সহায়তা দিতে পারে।
গত বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের (এসপি) সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রত্যাশা করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন ও শৈলেন চাকমা, ফরিদপুর কোতোয়ালি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান, টিআই তুহিন লস্করসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি বলেন, ‘আমি যতদিন ফরিদপুরে থাকব, এ জেলার কোনো মানুষ আইনি সহায়তা থেকে বঞ্চিত হোক এমনটি হতে দেব না। সবার সহযোগিতা নিয়ে চেষ্টা করব সমাজ থেকে মাদক-সন্ত্রাস আর চাঁদাবাজমুক্ত করতে। আমি জানি, এটা অনেক কঠিন কাজ; তারপরও আমার কর্তব্য দায়িত্ববোধ থেকে ফরিদপুরে একটি সুন্দর সমাজ গড়তে কাজ করে যেতে চাই।’
নবাগত এই পুলিশ সুপার সমাজের অসংগতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা রয়েছে উল্লেখ করে বলেন, সবার সম্মলিত প্রচেষ্টার মাধ্যমে ফরিদপুর জেলাকে অনুকরণীয় হিসেবে গড়ে তোলা সম্ভব। জনগণ যাতে ভালোভাবে বসবাস করতে পারেন। পুলিশ ও জনগণ যাতে একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াতে পারেন, সে লক্ষ্যে কাজ করতে হবে। এছাড়াও এ জেলার থানাগুলো যাতে জনবান্ধব হয়ে কাজ করতে পারে, সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক প্রফেসর মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সাংবাদিক তমিজউদ্দিন তাজ, মফিজ ইমাম মিলন, হাবিবুর রহমান হাবিব, পান্না বালা, হাসানউজ্জামান প্রমুখ।