ফরিদপুর জেলা পুলিশের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্টডেস্ক রিপোর্ট
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৯ PM, ২৩ সেপ্টেম্বর ২০২৪

ফরিদপুর জেলা পুলিশ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে ও ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভায় ফরিদপুরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ফরিদপুর জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের ওপর দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলাসমুহ পূজার আগে প্রত্যাহার, এবং দুর্গাপূজা চলাকালীন মন্দির ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এদিকে, দূর্গা পূজায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে, সেই ব্যাপারে পুলিশ নিরাপত্তা জনিত সার্বিক সহযোগিতা করবেন বলে জানান পুলিশ সুপার মো. আব্দুল জলিল।

আপনার মতামত লিখুন :