ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্টডেস্ক রিপোর্ট
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৭ AM, ১২ জুন ২০২৩


ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলায় মো. শামীম মোল্লা (৩৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন। বিজ্ঞাপন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম মো. শামীম মোল্লা (৩৩)। তিনি ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় শামীম মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্র জানায়, ২০২০ সালের ১২ মে সকাল সাড়ে ১০টার দিকে কিশোরীকে ঘরে রেখে মা টিসিবির পণ্য তুলতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে শামীম মোল্লা কৌশলে ওই কিশোরীকে পাশের একটি বসত ঘরে নিয়ে ধর্ষণ করেন। বিজ্ঞাপন এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ১৯ মে শামীম মোল্লাকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফারুক আলী মণ্ডল ২০২০ সালের ২৩ আগস্ট শামীম মোল্লাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিজ্ঞাপন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি স্বপন কুমার সাহা জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শামীম মোল্লাকে যাবজ্জীন সশ্রম করাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করা হয়।

আপনার মতামত লিখুন :