ফরিদপুরের বোয়ালমারী থানার মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ আটক ৩
ফরিদপুরের বোয়ালমারী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব আব্দুল ওহাব সাহেবের দিকনির্দেশনায় বোয়ালমারী পৌরসভার ৪নং ওয়ার্ডের নান্নু বিশ্বাসের বাড়ি থেকে ৭৩ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- যশোর জেলার দর্শনা থানার বারকৃষ্ণপুর ইউনিয়নের রতবলদিয়া গ্রামের রফিকুল ইসলাম (৪০), সোতাসী গ্রামের কহিনুর বেগম (৩৮) ও কহিনুর বেগমের বোন লাভনী আক্তার ওরফে লাভনী (২২)।
এএসআই মনির হোসাইন জানান, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার উত্তর সোতাসী গ্রামের নান্নু বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিল বেঁচা কেনার সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের ঘটনায় এসআই আব্দুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা নম্বর ১৮/১৫।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ৭৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নামে মামলা হয়েছে। তাদের রোববার (২৬ ফেব্রুয়ারি) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।