ফরিদপুরের বোয়ালমারীতে অগ্নিকান্ডে সর্বশান্ত দুটি পরিবারের পাশে মুরাদ শিকদার

ডেস্ক রিপোর্টডেস্ক রিপোর্ট
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২৮ PM, ১৯ মার্চ ২০২৪

ফরিদপুরের বোয়ালমারীতে আগুনে পুড়ে নিঃস্ব দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুরাদ শিকদার। আগুনে পরিবার দুটির সব পুড়ে গেছে। গত ৩মার্চ বিকাল সাড়ে পাঁচটা দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের শিকদার বাড়িতে এই আগুন লাগে। এতে সহোদর দুই ভাইয়ের বসতঘরসহ ৫ টি ঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন চতুল পুর্বপাড়া গ্রামের সোনা উল্লাহ শিকদারের দুই ছেলে দিনমজুর জাহিদুল শিকদার ও নসিমন চালক মফিজুর শিকদার। আগুন পুড়ে যাওয়া নিঃস্ব দুটি পরিবারের খবর পেয়ে তরুণ সমাজসেবক, আসন্ন বোয়ালমারী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুরাদ শিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে ২ বান্ডিল ঢেউ টিন দেন তিনি। এবং পরিবার দুটিকে ভবিষ্যতে সব ধরনের সহায়তা দেবেন বলে প্রতিশ্রুতিও দেন এই সমাজ সেবক। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান সোনা উল্লাহ শিকদার জানান, গত ৩ মার্চ রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মফিজুর শিকদারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ও হতদরিদ্র পরিবারের লাগোয়া পাঁচটি ঘর জ্বলতে থাকে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি টিম ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও পরিবার দুটির সব পুড়ে ছাই হয়ে যায়।

আপনার মতামত লিখুন :