ফরিদপুরের আলাফাডাঙ্গায় গাঁজাসহ র‍্যাব এর হাতে দুই সহোদর আটক

ডেস্ক রিপোর্টডেস্ক রিপোর্ট
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪৮ PM, ১৩ অগাস্ট ২০২৩

ফরিদপুরের আলাফাডাঙ্গায় ৩.৩০০কেজি গাঁজাসহ রাবের হাতে দুই সহোদর আটক হয়েছে।

আটক কৃতরা হলেন ধুলজুড়ি গ্রামের সুরবান খাঁর ছেলে মহাসিন খান(২৭) ও মুসা খান (১৯)‌

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১২ আগস্ট শনিবার সন্ধ্যার পর,হাবিলদার সুলাইমান এর নেতৃত্বে র‍্যাব-১০ এর একটি টিম, ক্রেতা সেজে ওই দুই সহোদরকে তাদের বাড়ির এলাকা থেকে উক্ত গাঁজাসহ আটক করেন।

অতঃপর আলফাডাঙ্গা থানায় তাদের সপর্দ করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলফাডাঙ্গা থানায় মামলা হয়েছে,
মামলা নম্বর-৬,তারিখ: ১২/০৮/২০২৩

আটক কৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :