ফরিদপুরে ট্রাফিক পুলিশ সদস্যদের স্যালাইন পানি পান করালেন জেলা প্রশাসক
প্রচণ্ড দাবদাহে জনজীবন যখন দুর্বিষহ এমন সময় ট্রাফিক পুলিশ সদস্যদের স্যালাইন পানি পান করিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
বুধবার (৭ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে শহরের বিভিন্ন স্থানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের ডাব ও স্যালাইন পান করান তিনি। এসময় ট্রাফিক পুলিশ সদস্যরা ডিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফরিদপুরের জেলা প্রশাসক বলেন, প্রচণ্ড দাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে। গরম উপেক্ষা করে রোদে দাঁড়িয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা। তাদের এ সেবার প্রতি একাত্মতা জানাতে ডাব ও স্যালাইন পান করানো হয়।